মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৩ অক্টোবর ২০১৩, ৩:০২ অপরাহ্ন
শেয়ার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭শ’ কোটি ডলার ছাড়িয়েছে


সিউল, ২৩ অক্টোবর ২০১৩:

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার দিনের মধ্যভাগে বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত রিজার্ভ এক হাজার ৭শ’ কোটি ডলারে পৌঁছায়।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ বিভাগের মহাব্যবস্থাপক এম সাঈদুর রহমান বাসস’কে এ তথ্য জানিয়ে বলেন, অনাবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্স এবং imagesরফতানি আয় বৃদ্ধির কারণে মূলত বৈদেশিক মুদ্রার মজুদ নতুন উচ্চতায় ঊঠে এসেছে। এর পাশাপাশি রপ্তানীকারকদের বিশেষ প্রণোদনা, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কমে যাওয়ায় আমদানি ব্যায়ের ওপর চাপ উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। এসব কারণও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এ ক্ষেত্রে মূখ্য ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

এই পরিমাণ রিজার্ভ দিয়ে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে তিনি জানান। আর রিজার্ভ বৃদ্ধির কারণে বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী টাকা পূর্বের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। সূত্রঃ বাসস