Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র ৯ ঘণ্টায় সম্পূর্ণ রেলস্টেশন তৈরি করে রেকর্ড করলেন চীন

china-rail-stationশুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশের লঙ্গিয়ান শহরে। ১৯ জানুয়ারি দেড় হাজার নির্মাণকর্মী মাত্র মাত্র ৯ ঘণ্টায় একটা রেলস্টেশন সম্পূর্ণ তৈরি করে ফেললেন। ২০ তারিখ ভোররাতের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। মালপত্র বয়ে দিয়ে কর্মীদের সাহায্য করেছিল ৭টি ট্রেন এবং ২৩টি খননযন্ত্র বা ডিগার।

এই স্টেশনের মাধ্যমে গানলং শাখা, গানরুইলং শাখা এবং ঝ্যাংলং শাখার সঙ্গে জুড়ল রেলের নতুন শাখা নানলং। শুধু স্টেশন তৈরিই নয়, সিগন্যাল বসানো, রেল ট্র‌্যাফিক মনিটারিং সিস্টেম তৈরিও করেছেন ওই দেড় হাজার কর্মী। চীনের প্রধান রেল নির্মাণকারী সংস্থার ডেপুটি ম্যানেজার ঝ্যান ডাওসংয়ের মতে, ৭টি শাখায় পুরো দলটিকে বিভাজিত করা হয়েছিল।

chardike-ad

প্রতিটি শাখা নিজস্ব ভূমিকা ঠিকভাবে পালন করার ফলেই এত দ্রুত কাজ হয়েছে। তবে এখনও নানলং শাখা সম্পূর্ণ হতে আরও বাকি আছে। এবছরের শেষের মধ্যেই ২৪৬ কিলোমিটার লম্বা এই রেলরুট তৈরি হবে। এর ফলে দক্ষিণ–পূর্ব চীনের সঙ্গে জুড়ে যাবে মধ্য চীন।