Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তির স্বীকৃতি দাবি পেরুর এক নারীর

সিউল, ৩ মে ২০১৪:

বিশ্বে জীবিত সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হওয়ার স্বীকৃতি দাবি করেছেন পেরুর এক নারী। তার বয়স হয়েছে ১শ’ ১৬ বছর। তিনি আন্দেস এলাকায় চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। পেরুর ওই নারীর নাম ফিলোমিনা তাইপে মেন্দোজা। ১৮৯৭ সালের ২০ ডিসেম্বর তার জন্ম। তিনি জাপানের মিসায়ো ওকাবার চেয়ে কেবল তিন মাসের বড়। গিনেস রেকর্ড বুক ও যুক্তরাষ্ট্র ভিত্তিক জেরনটোলজি রিসার্চ গ্র“পের তথ্যানুযায়ী, মিসায়ো ওকাবা বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

chardike-ad

pe-lgflagপেরুর উন্নয়ন ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাইপে মেন্দোজার পরিচয় পত্রে তার জন্ম তারিখ লেখা রয়েছে। তাইপে মেন্দোজা বলেন, ‘আমার দীর্ঘজীবনের গোপন রহস্য হল, আমি প্রকৃতিজাত খাবার খাই। আমি প্রতিদিন আলু, খাসির মাংস, ভেড়ার দুধ, খাসির চিজ ও শিম খাই।’

তিনি বলেন, ‘আমি প্রতিদিন আমার বাগানের শাকসবজিই রান্না করি।’