Search
Close this search box.
Search
Close this search box.

লেবাননে বাংলাদেশি নারী গৃহকর্মীর মৃত্যু

libanon-delowaraলেবাননে ঠান্ডাজনিত কারণে দেলোয়ারা বেগম নামে এক নারী গৃহকর্মী মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আলজিয়ে হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ আলজিয়ে হাসপাতালের হিমঘরে রয়েছে। মরহুমার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামে।

জানা যায়, দেলোয়ারা বেগম গৃহকর্মীর ভিসায় ২০১৩ সালে লেবাননে আসলেও তিনি এখানে অবৈধ ছিলেন। বৈরুতের দক্ষিণে সাঈদা জেলা সংলগ্ন আলজিয়ে এলাকায় তিনি বসবাস করতেন। অনেকদিন থেকেই ঠান্ডাজনিত কারণে অসুস্থ ছিলেন।

chardike-ad

মঙ্গলবার ভোরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজেই আলজিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। এর কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, শ্বাসজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তার স্বামী জয়নাল আবেদিন ঢাকায় বাংলাদেশ টেলিভিশনে কর্মরত। তিনি দুই কন্যার জননী। তার বড় কন্যাসন্তান জিনিয়া বেগম বৈরুত দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তার মায়ের মরদেহ দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।