Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির মূল মালিক আটক

সিউল, ৮ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়া উপকূলে গত মাসে ৪৭৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরির মালিকানা প্রতিষ্ঠান মেরিটাইম কোম্পানীর প্রধানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। ওই ফেরি ডুবির ঘটনায় গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রাক্কালে তাকে আটক করা হলো। এই মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় প্রায় ৩শ’ জনের প্রাণহানি ঘটে।

chardike-ad

AEN20140508002053315_01_iপ্রসিকিউটররা জানান, চংঘায়িজিন মেরিন কোম্পানির প্রধান নির্বাহী কিম হ্যান-সিককে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। দিনের শেষ দিকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। সিনিয়র প্রসিকিউট ইয়াং জুয়াং-জিন এএফপি’কে বলেন, ‘কিমের বিরুদ্ধে গণহত্যা ও সমুদ্র-আইন লংঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’

কিমকে আটক করার পর টিভি ক্যামেরার সামনে হাজির করার সময় হ্যান্ডকাফ এবং মুখোশ পরানো ছিল। তিনি বলেন, ‘ফেরি ডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

এরপর তিনি সাংবাদিকদের আর কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ৪৭৬জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়।