Search
Close this search box.
Search
Close this search box.

‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্নের দাবি উত্তর কোরিয়ার

kimস্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরো একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ জানিয়েছে, শুক্রবার রাতে সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে এ পরীক্ষাটি চালানো হয়। তবে ওই মুখপাত্র বিস্তারিত আর কিছু জানাননি।

chardike-ad

এর আগে ৭ ডিসেম্বর সোহে উৎক্ষেপণ কেন্দ্রে আরেকটি ‘খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং। ওই পরীক্ষাটি কি নিয়ে ছিল তা এ পর্যন্ত জানানো হয়নি।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ অঙ্কিতা পান্ডে জানিয়েছেন, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের ভূমিভিত্তিক পরীক্ষা হতে পারে।

সম্প্রতি উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। গত নভেম্বরেও দেশটি দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওই সময় এর নিন্দা জানালে তাকে ‘বেকুব’ বলেছিল উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা।