সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ইন্নাহিলাহি রাজেউন। রোববার (১৫ জানুয়ারি) আবুধাবির মোটর ওয়ার্ল্ডের পাশে এমন দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ রুবেল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
জানা গেছে, তিনি দীর্ঘ ১৩ বছর থেকে আমিরাতে অবস্থান করছেন। ৮ মাস আগে বাৎসরিক ছুটি কাটিয় দেশটিতে ফেরেন তিনি। এদিকে লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে তার স্পনসর।