Search
Close this search box.
Search
Close this search box.

rojinaলেবাননের জালা এলাকায় কিডনিজনিত রোগে মারা গেছেন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা রোজিনা (২৯)। ১৫ ডিসেম্বর (রোববার) দুপুরে জালা এলাকায় নিজ বাসায় মারা যান রোজিনা। দীঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। মরদেহ জালার আল আরয হাসপাতালের হিমাগারে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রোজিনা। পরিবারে স্বচ্ছলতা আনতে ৮ বছর আগে লেবাননে আসেন। জালা এলাকায় গৃহকর্মীর কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

chardike-ad

তার অকাল মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন বরিশাল সামাজিক সংগঠন, লেবানন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।