Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বসেরার তালিকায় ৬১ কোরিয়ান কোম্পানী

সিউল, ১০ মে ২০১৪:

ফোবসের ‘গ্লোবাল ২০০০’ এর তালিকায় স্থান পেয়েছে ৬১ কোরিয়ান কোম্পানী। সেরা একশতে আছে স্যামসাং ইলেক্ট্রনিক্স এবং হুন্দাই মটর। স্যামসাং এর অবস্থান ২২তম এবং হুন্দাইয়ের অবস্থান ৮৭তম। এছাড়া পোসকো, শিনহান ফিনানশিয়াল গ্রুপ, কিয়া মটরস, এসকে টেলিকম, এলজিসহ কোরিয়ার বড় বড় কোম্পানীর প্রায় সবকটি স্থান পেয়েছে।

chardike-ad

대기업로고

বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোবস রাজস্ব, মুনাফা, সম্পদ ও বাজার মূলধনের ভিত্তিতে প্রতিবছর কোম্পানীগুলোর র‍্যাংকিং করে থাকে। একক দেশ হিসেবে গ্লোবাল ২০০০ তালিকায় সবচেয়ে বেশি কোম্পানি রয়েছে যুক্তরাষ্ট্রের ৫৬৪টি। দ্বিতীয় অবস্থানে আছে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। তাদের ২২৫টি কোম্পানি এ তালিকায় অন্তর্ভক্ত হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা চীনের রয়েছে ১৫০টি কোম্পনি। ৪ নম্বরে আছে যুক্তরাজ্য ৯২টি কোম্পানি; পাঁচে ফ্রান্স ৬৬টি, ছয়ে দক্ষিণ কোরিয়া ৬১টি। এর পর পরই রয়েছে নগররাষ্ট্র হংকং ৫৭টি। অষ্টম ভারত, নবম অবস্থানে জার্মানি ৫২টি। দশম সুইজারল্যান্ড ৪৮টি। ১১ নম্বরে তাইওয়ান ৪৭টি।