Search
Close this search box.
Search
Close this search box.

সিআইপি মর্যাদা পেলেন কানাডা প্রবাসী দম্পতি

canadaদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনাবাসী ক্যাটাগরিতে এবার সিআইপি মর্যাদা পেলেন কানাডা প্রবাসী ব্যবসায়ী দম্পতি এম মনিরুজ্জামান ও শাহানিমা জামান। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশে বৈধপথে সর্বাধিক মুদ্রা প্রেরণকারী হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯ ডিসেম্বর তাদের সম্মানে ভূষিত করে। কানাডা প্রবাসী ওই দম্পতির ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে সিআইপি কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট নেন সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব।

chardike-ad

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের পর্বে নির্বাচিত প্রবাসী সিআইপিদের এই সম্মাননা দেয়া হয়। মনিরুজ্জামান ও শাহানিমা জামান ছাড়াও অনুষ্ঠানে মোট ৪২ জনকে সিআইপি মর্যাদা দেয়া হয়। এর মধ্যে ৩৬ জন রেমিট্যান্স প্রেরণকারী এবং ৬ জন বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে প্রবাস থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননা পান।