দক্ষিণ আফ্রিকায় গলায় ফাঁস দিয়ে আবদুল জলিল নামে এক বাংলাদেশি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে দেশটির নদার্ন ক্যাপ প্রভিন্সের সিমনস টাউনের একটি মুদির দোকানের পেছনে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, আব্দুল জলিল অপর এক বাংলাদেশি ব্যবসায়ী আলম মিয়ার দোকানে কাজ করতেন। তার দেশের বাড়ি নরসিংদীর শাহপুর গ্রামের নয়া পাড়ায়।
এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় জলিলের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে সে আত্মহত্যা করেছেন এই বিষয়ে কিছুই জানা যায়নি।
তবে আত্মহত্যার ধরণ দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।










































