ইতালির রোমের তিবুরতিনা স্টেশনে বাসের ধাক্কায় মো. বজলুর রহমান (৫০) রিপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে পলিক্লিনিক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় এবং শরীরে মারাত্মক আঘাত পাওয়ায় তিনি মারা যায়।
জানা যায়, রিপন প্রায় এক যুগের বেশি সময় ইতালিতে বসবাস করছেন। তিনি ইতাল বাংলা সমন্বয় উন্নয়ন সমিতি সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটনের ভায়রা ও মহিলা সমাজ কল্যাণ সমিতি সভাপতি লায়লা শাহ’র ছোট বোন মনি বেগমের স্বামী।
এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন। খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে। তার মরদেহ বর্তমানে রোমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।