sentbe-top

কোরিয়াতে ৬.১ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে শ্রমিকদের

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ান সরকার শ্রমিকদের ন্যুনতম বেতন বৃদ্ধির ঘোষনা দিয়েছে। আগামী বছর থেকে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি ঘন্টায় ন্যুনতম বেতন গিয়ে দাঁড়াবে ৪৮৬০ উওন যা বর্তমানে ৪৫৮০ উওন।ফলে প্রতি সপ্তাহে যারা ৮ ঘন্টা করে পাচঁদিন কাজ করেন তাদের ন্যুনতম বেতন হবে ১.০২ মিলিয়ন উওন (বর্তমান ডলার রেটে ৮৯০ডলার)। কোরিয়ার সরকার, শ্রমিক ইউনিয়ন এবং কোম্পানীর মালিকদের সমন্বয়ে গঠিত কাউন্সিলে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলে শ্রমিকদের পক্ষ থেকে ২২.৩ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানানো হয় এবং মালিকদের পক্ষ থেকে ৩.৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলে কাউন্সিলে তিন পক্ষের সমন্বয়ে শেষ পর্যন্ত ৬.১ শতাংশ বৃদ্ধিতে ঐক্যমত্যে পৌছাঁয়।

এই সিদ্ধান্তের ফলে নিন্ম আয়ের ২৫ লাখ ৮০ হাজার শ্রমিক লাভবান হবে বলে মন্তব্য করেছেন কাউন্সিলের একজন সদস্য। অনেক কারখানা মলিকদের বিরোধিতা সত্বেও কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত আগষ্টে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

sentbe-top