নিহত দু’জনই মৌলভিবাজারের বাসিন্দা। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে জাকের আলী এবং আব্দুল হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দু’জনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে আসেন।
জাকের ও হান্নানের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সৌদি আরবের মদিনা-জেদ্দা মহসড়কের এক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের মেজবাহ উদ্দিন ফাহিম (২৫) ও একই উপজেলার লাঙ্গলবন্দ এলাকার সাজ্জাদ (৩০) নিহত হয়েছিলেন।