Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী আন দে হোয়ে

সিউল, ২২ মে ২০১৪:

PYH2014052208440031500_P2কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কোরিয়ার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আন দে হোয়ে। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট পার্ক ৫৯ বছর বয়সী বিচারপতি আন’কে মনোনয়ন দেন। গতমাসে ফেরী দূর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন জং হুং উওন।

chardike-ad

নতুন প্রধানমন্ত্রী দ্বায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট পার্ক কোরিয়ার শীর্ষ প্রশাসনকে নতুন করে সাজাবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইনছন থেকে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এই ফেরীতে করে আনসান দাংউওন হাইস্কুলের ৩৭৫ জন ছাত্রছাত্রী এবং ১৪ জন শিক্ষক চারদিনের ট্যুরে জেজু যাচ্ছিল। দূর্ঘটনার পর থেকেই জনগণের রোষের মুখে আছে সরকার।