মৃত ওই ব্যক্তির তার বাড়ি মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব চরনাচনা গ্রামে। মৃত্যুর এ খবরটি নিশ্চিত করেন সমাজকর্মী উম্মে হাবিবা শিলা। মৃত্যুকালে দেশে তার স্ত্রী ও এক সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ৪৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। ভাইরাসটি প্রাণ কেড়ে নিয়েছে ২৫০ জনের।