Search
Close this search box.
Search
Close this search box.

মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ৩৫৩ বাংলাদেশি

airport
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৬ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ৯টা ৫৮ মিনিটে বিমানের ওই ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে ৩৫৩ বাংলালাদেশি দেশে ফিরেছেন।

chardike-ad

মালদ্বীপফেরত সবাই ওই দেশ থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে ফিরেছন। তাদের কারো শরীরে করোনার সংক্রমণ নেই। তবে তাদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ৩ মে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, সে দেশে অবস্থানরত অনিয়মিত অথবা অবৈধ প্রবাসী বাংলাদেশি যাদের কাছে ওই দেশের সরকারের রেগুলারাইজেশন কার্ড আছে শুধু তারা বাংলাদেশে ফিরতে পারবেন।