sentbe-top

সুদানে সহিংসতায় নিহত ৪১

সিউল, ২ জুন ২০১৪:

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের জমির মালিকানা নিয়ে দুটি প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছে। ওই জমিতে তেল অনুসন্ধানের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র এএফপিকে জানায়, রোববার শক্তিশালী মিসেরিয়া উপজাতির জুরুগ ও আওলাদ আমরান গোত্রের মধ্যে এ সংঘর্ষ হয়।

downloadএ সময় উভয় পক্ষই কালাশনিকভ রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, উভয়পক্ষই একটি জমির মালিকানা দাবি করলে এ সংঘর্ষ বেধে যায়। ওই জমিতে তেল অনুসন্ধানের জন্য খননকাজ চলছে।

দক্ষিণ কর্দোফান প্রদেশের সীমান্তবর্তী তেল সমৃদ্ধ পশ্চিম কর্দোফানে সরকারি বাহিনী প্রায় তিন বছর ধরে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।

sentbe-top