Search
Close this search box.
Search
Close this search box.

ফিলিপাইনে বন্দুকধারীদের হামলায় মেয়র নিহত

৭ জুন ২০১৪:

ফিলিপাইনের একটি নগরীর রাস্তায় প্রকাশ্য দিবালোকে শনিবার বন্দুকধারীদের আকস্মিক হামলায় মেয়রসহ তিন জন নিহত হয়েছেন। ম্যানিলার উত্তরাঞ্চলীয় নগরী উরবিজটণ্ডোর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়র আরনেস্টো বেলোলংকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালালে তিনি, তার নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ ও এক পথচারী নিহত হন।

chardike-ad

ernesto-balolong-jr-20140607বন্দুকধারীরা একটি ভ্যানে করে পালিয়ে যায়। সেটি পরে নিকটবর্তী একটি শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কি কারণে এ হামলা চালানো হয়েছে পুলিশ তা জানতে পারেনি। তিনি ক্ষমতাসীন বেনিগনো অ্যাকুইনোর দলের একজন সদস্য ছিলেন। এর আগেও ফিলিপাইনের স্থানীয় কর্মকর্তাদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিপক্ষ বা কমিউনিস্ট বিদ্রোহীরা হামলা চালিয়েছে।