সিউল, ১৬ জুন ২০১৪:
নাম আলেকজান বেগম। বয়সে সেঞ্চুরি করেছেন আগেই। এখন তার বয়স ১২৩। বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রামে।
জীবনের ক্রান্তিলগ্নে এসে তার আগ্রহ জেগেছে ভোটার হওয়ার। তাই শনিবার প্রায় পাঁচ কিলোমিটার পথ ভ্যানে চড়ে ছবি তুলতে আসেন হামিরকুৎসা ইউনিয়ন পরিষদে।
প্রতিবেশীরা জানান, এর আগে আলেকজানকে বহুবার ভোটার হওয়ার কথা বললেও রাজি হননি।






































