Search
Close this search box.
Search
Close this search box.

লাখ টাকার কড়াই

সিউল, ৬ জুলাই ২০১৪:

3_83384কড়াই, আর সেটার দাম যদি লাখ টাকা হয়, তাহলে তার আশপাশে কে ঘেঁষে! হ্যাঁ, বলছি পৃথিবীর সবচেয়ে দামি কড়াইয়ের কথা। চীনের জিলিন প্রদেশের চাঙচুনে ‘ঝাউ জান ডিপার্টমেন্ট স্টোর’ এ ২০১১ সালে ৩.৮ মিলিয়ন ইয়ানে বিক্রি হওয়া রুপালি রঙের এ কড়াইটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি রান্নার সরঞ্জাম। কড়াইয়ের দুই পাশের হাতলগুলো যেমন স্বর্ণ দিয়ে বানানো, তেমনি এটির বিভিন্ন জায়গায় ১৩টি হিরের টুকরা বসানো রয়েছে। সূত্র : ডেইলি মেইল

chardike-ad