শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

chardike-ad

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ ও তার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় অবরোধকারী কয়েকজনের হাতে গণঅভ্যুত্থানে নিহতদের ছবি ও ন্যায়বিচারের আহ্বানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি।

তারা আরও বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ব্যস্ততম মোড় অবরোধ করেছি। এটাই আমাদের শেষ অবলম্বন।