শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু


গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু

 

গাজীপুরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আবুল কাসেম (২০)।

আজ বুধবার বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আই সি ইউ) মারা যান তিনি।

আজ এক ফেসবুক পোস্ট এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি ফেসবুকে লেখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো,করতে হবে।’