উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে উল্টো করে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ রাতে সাংবাদিকদের বলেন, “ওই দুই ব্যক্তি একদল লোকের কাছে হাতেনাতে ধরা পড়ে বলে অভিযোগ রয়েছে। পরে উত্তেজিত জনতা তাদের দুজনকেই মারধর করে ওভারব্রিজের ছাদের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়।”
“খবর পেয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের দুজনকেই গুরুতর অবস্থায় পাওয়া গেছে,” যোগ করেন ওসি শামীম।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই ছিনতাইকারীর নাম বকুল (৪০) এবং নাজিম (৩৫)।
এদিকে, এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন ছিনতাইকারীর পা বেঁধে ওভারব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে রাখছেন, এর মধ্যে কেউ কেউ তাকে মারধরও করছেন। আরেক ভিডিওতে দেখা গেছে, ওভারব্রিজে সন্দেহভাজনকে উল্টো করে বেঁধে রাখা হয়েছে এবং লোকজন তাকে মারধর করছেন