PYH2014072210370006200_P2দক্ষিণ কোরিয়ার খাংউওন প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ১জন নিহত এবং ৮৩জনকে স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৩ মিনিটে খাংউওন প্রদেশের থেবেক সিটির থেবেক স্টেশন এবং মুংগোক স্টেশনের মাঝামাঝি স্থানে এই সংঘর্ষ হয়।
সিউলগামী একটি ও ট্রেইন এবং খাংনুংগামী মুগুংহোয়ার মধ্যে এই সংঘর্ষ হয়। এই সময়ে সংঘর্ষ হওয়া দুই বগিতে ১০৩জন যাত্রী ছিল।

chardike-ad