Search
Close this search box.
Search
Close this search box.

অফিসে ঘুমানোর সুযোগ দিবে সিউল মেট্রোপলিটন

কাজের গতি বাড়ানোর জন্য সিউল মেট্রোপলিটন সরকার তার কর্মকর্তাদের অফিসেই ঘুমানোর সুযোগ দিবে। শুধু সিউল মেট্রোপলিটন গভর্ণমেন্টে (SMG) যারা চাকরি করেন তারা এই সুবিধা পাবেন। এই সুবিধা অনুযায়ী দুপুর একটা থেকে ছয়টার মধ্যে যেকোন এক ঘন্টা ঘুমাতে পারবেন।

images (6)ঘুমানোর সুবিধা নিতে সকালে অফিসে এসে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে এক ঘন্টা ঘুমানোর পরিবর্তে অতিরিক্ত এক ঘন্টা কাজ করে দিতে হবে। ফলে সিউল মেট্রোপলিটন সরকারের অফিস সময় ৯টা থেকে ৬টা হলেও যারা এক ঘন্টা ঘুমানোর আবেদন করবেন তাদেরকে সকাল ৯টা থেকে ৭টা অথবা সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতে হবে।

chardike-ad

সিউল মেট্রোপলিটন সরকারের একজন কর্মকর্তা বলেন ঘুমানোর জন্য লাউঞ্জ, কনফারেন্স রুমের মত অনেক জায়গা রয়েছে। পরবর্তীতে এই সুযোগ সুবিধা বাড়ানোর জন্য পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই নাম কর্মকর্তা।

স্পেন এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অফিস সময়কালীন সময়ে ঘুমানোর রীতি প্রচলিত আছে।  সিউল মেট্রোপলিটন সরকারই কোরিয়ার প্রথম সরকারী সংস্থা যারা এই প্রচলন করল।