Search
Close this search box.
Search
Close this search box.

সবচেয়ে দামি কোরআন শরিফ

2_87701মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ। আর এ পবিত্র গ্রন্থটির সবচেয়ে পুরনো কপিটি গত বছর ২.৩৩ মিলিয়ন ডলার দামে লন্ডনে নিলামে বিক্রি হয়। এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি দামে বিক্রীত কোরআন শরিফ। ইয়াহায়া বিন মোহাম্মদ ওমর কর্তৃক স্বাক্ষরিত গ্রন্থখানার প্রকাশকাল ১২০৩ খ্রিস্টাব্দ। আমেরিকার হিসপানিক সোসাইটির প্রতিষ্ঠাতা আর্চার মিল্টন হান্টিংটন ১৯০৫ সালে মিসরের কায়রো থেকে গ্রন্থখানা উদ্ধার করেন। সমগ্র গ্রন্থখানি বিভিন্ন স্বর্ণ আর রৌপ্যের ক্যালিওগ্রাফির মাধ্যমে সজ্জিত।

সূত্র : ওয়ার্ল্ড রেকর্ড একাডেমি

chardike-ad