Search
Close this search box.
Search
Close this search box.

চীনে লাল নদী

চীনের ঝিজিয়াং প্রদেশের একটি নদীর পানি একরাতের মধ্যেই লাল হয়ে গেছে। স্থানীয়রা জানান, পূর্ব চীনের এই নদীর পানির রঙ বিকাল পাঁচটায়ও ছিল স্বাভাবিক। সকালে জেলেরা মাছ ধরতে গেলে নদীর পানির পরিবর্তিত রঙ দেখতে পায়। পানির রঙ লাল হলেও ঘোলা কিংবা গাঢ় নয়।

full_776569781_1406364562তবে ওয়েনঝু পরিবেশ রক্ষা ব্যুরোর পরিদর্শক জিয়ানফেং জিয়াও জানান, পানির রঙ পরিবর্তনের প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তার ধারণা নদীর তীরে বেশ কিছু কাগজ, খাবারের রঙ ও কাপড় তৈরির কারখানা রয়েছে। হয়তো ওই সব কারখানার বর্জ্য মিশে নদীর পানির রঙ লাল হতে পারে। সূত্র : এবিসি নিউজ।

chardike-ad