Search
Close this search box.
Search
Close this search box.

আজ কোরিয়ায় ১৫টি আসনে উপনির্বাচন

কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সরকারী দল সেনুরি পার্টি এবং বিরোধী জোট এনপিএডি ১৫টি আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই জয়ের আশাবাদ ব্যক্ত করেছে। এই নির্বাচনকে অনেকটাই মধ্যবর্তী নির্বাচন বলে ব্যক্ত করছেন নির্বাচন বিশ্লেষকরা। সরকারী দলের জন্য এই নির্বাচনে জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেনুরি দল তিনটি আসন এবং বিরোধী জোট তিনটি আসনে এগিয়ে থাকবে। বাকী নয়টি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে। সরকারী দল বুসান, উলসান এবং ছোংজুতে এবং বিরোধী জোট জল্লা প্রদেশের আসন আসনগুলোতে এগিয়ে আছে। বিশ্লেষকদের মতামত যাই হোক ফলাফল আজ জানা যাবে। যেসব আসনে নির্বাচন হবে দোংজাক (동작) সউল, খুয়নসন (권선) সুওন, ফালদাল (팔달) সুওন, ইয়ংথোং (영통) সুওন, খিম্ফো (김포) খিয়ংগি, ফিয়ংথেক (평택) খিয়ংগি, দেদক (대덕) দেজন, ছুংজু(충주) ছুংবুক, সসান (서산) ছুংনাম, হেউনদে (해운대) বুসান, নামউল (남을) উলসান, খোয়াংসান (광산) খুয়াংজু, নাজু (나주) জন্নাম, দামইয়াং (담양) জন্নাম এবং সুনছন (순천) জন্নাম।GYH2014072700070004400

chardike-ad