Search
Close this search box.
Search
Close this search box.

রেলওয়ের উন্নয়নে এডিবি ১০ কোটি ডলার ঋণ দেবে

download (15)রেলওয়ে ব্যবস্থার সামর্থ্য, দক্ষতা ও নিরাপত্তা উন্নয়নে সহায়তা করতে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ হিসেবে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার দেবে।

এ উপলক্ষে সরকার আজ এডিবি’র সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষর করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি শের-ই-বাংলা নগরে ইআরডিতে এই চুক্তি স্বাক্ষর করেন। এই ঋণ ২০০৬ সালে রেলওয়ের উন্নয়নে এডিবি ও বাংলাদেশের মধ্যে ৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তির তৃতীয় কিস্তি।

chardike-ad

এই কর্মসূচির প্রথম ও দ্বিতীয় কিস্তি যথাক্রমে ১৩ কোটি মার্কিন ডলার ও ১৫ কোটি মার্কিন ডলার ইতোমধ্যে এডিবি প্রদান করেছে। এই ঋণ হবে ২৫ বছর মেয়াদি। সঙ্গে গ্রেস পিরিয়ড থাকবে ৫ বছর।