সোমবার । জুন ২৩, ২০২৫
স্টাফ রিপোর্টার দেশজুড়ে ২৫ মে ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
শেয়ার

সিলেট সীমান্ত দিয়ে এক রাতে আরও ১৫৩ জনকে পুশইন বিএসএফের


সিলেট সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেটের সীমান্ত দিয়ে এক রাতে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। দেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখার শাহাবাজপুর সীমান্ত দিয়ে ৭৯, পাল্লাতল দিয়ে ৪২ ও বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে ফেরত পাঠানো হয়।

বিজিবির ৫২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কিছুদিন আগে সব সীমান্তের নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। এই টহল চলাকালে শনিবার রাত আড়াইটার পর থেকে বিজিবি সদস্যরা দেখতে পান সীমান্তের জঙ্গল ও বিলপথ মাড়িয়ে অনেকে বাংলাদেশে প্রবেশ করছেন।

তিনি বলেন, ‘দেশে প্রবেশের সাথে সাথেই তাদের আটক করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে ছিলেন বলে জানিয়েছেন। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।’

এদিকে গত ১০ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নিয়ে ১৯০ জনকে ফেরত পাঠাল বিএসএফ। এর আগে গত ১৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে এবং ২৪ মে একই সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সীমান্তের নজরদারি আরও বাড়ানো হচ্ছে।