বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে মনোনীত হোন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ মনোনয়ন দিয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত শুক্রবার (৩০ মে) জারি করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন এনএসসির সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদ অনুযায়ী আমিনুল ইসলামকে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরির মালিকও তিনি। খেলোয়াড়ি জীবনের পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ের প্রশিক্ষণ শেষে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন কোচ হিসেবে।