সোমবার । জুন ১৬, ২০২৫ । ১২:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার লাইফস্টাইল ২ জুন ২০২৫, ২:৫০ অপরাহ্ন
শেয়ার

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৩০ মে) সাদা পাথর বন্ধের আদেশে সই করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তবে এ আদেশ প্রকাশ করা হয় রোববার (১ জুন)।

বিলম্বের কারণ সম্পর্কে ইউএনও আজিজুন্নাহার জানান, শুক্রবার দিনভর পাহাড়ি ঢল অব্যাহত ছিল। পরিস্থিতির তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনায় তিনি জরুরি ভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু শুক্রবার ও শনিবার (৩১ মে) সরকারি ছুটি থাকায় আদেশটি দ্রুত প্রচার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের জন্য আবারও সাদা পাথর খুলে দেওয়া হবে।

সাদা পাথর পর্যটনকেন্দ্র সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান, যা প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটককে আকৃষ্ট করে।