শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৭:৪৯ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৪ জুন ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শেয়ার

ভুটানকে উড়িয়ে ঘরের মাঠে হামজার রাজসিক অভিষেক


হামজা চৌধুরী আর জামাল ভূঁইয়ার হাত ধরে বাংলাদেশে যেন আবারও ফিরে আসছে ফুটবল উন্মাদনা। হামজা চৌধুরীকে ঘিরে প্রত্যাশা যেন খানিকটা বেশি। আজ দেশের মাটিতে আজ প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দর্শকদের প্রত্যাশার প্রতিদান দিয়েছেন ইংলিশ লীগ খেলা এই তারকা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙিয়ে তোলেন হামজা। ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে।

দীর্ঘ প্রায় ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ঘরের মাঠে প্রথমবারের মতো খেললেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম। পুরোটা সময়জুড়ে দর্শকদের স্লোগানে মুখরিত ছিল গ্যালারি।

জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে ম্যাচে সবার নজর ছিলো হামজা ও ফাহামেদুলে ওপরেই। তারা দুজন অবশ্য হতাশ করেননি সমর্থকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামালের অ্যাসিস্ট থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও এটা তার প্রথম গোল।

সবশেষ দেখায় গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা চৌধুরী। আজ দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেও তিনি ঝলক দেখিয়েছেন। আরও একবার হৃদয় জয় করলেন এই ফুটবলার।