
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তবে গলেতে অনুষ্টিত সিরিজের প্রথম ম্যাচের দিন শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। সবশেষ প্রাপ্ত তথ্য বলছে, সকালে দলের সদস্যদের সঙ্গে মাঠে আসেননি মিরাজ৷ রয়েছেন টিম হোটেলেই। সেক্ষেত্রে বলাই যায় প্রথম টেস্টে দেখা যাচ্ছে না মিরাজকে।
গতকাল অবশ্য মিরাজের অবস্থা নিয়ে শান্ত বলেছিলেন, ‘আগের থেকে ভালো আছেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন।’ এর আগে মিরাজকে নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন টাইগার কোচ ফিল সিমন্সও।
এদিকে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে খানিক শঙ্কাও আছে। গতকাল রাতেও গলে বৃষ্টি ছিল৷ সারারাতই থেমে থেমে হয়েছে বৃষ্টি। তবে সকাল থেকে ঝলমলে রোদই দেখা গিয়েছে আকাশে। আউটফিল্ড ঠিক করা না গেলে দেরিতে হতে পারে ম্যাচ।