
ম্যাচ জয়ের পর নেদারল্যান্ডসের উল্লাস। ছবি- সংগৃহীত
স্কটল্যান্ডে অনুষ্টিত চলমান ত্রিদেশীয় সিরিজে ক্রিকেট ইতিহাসের এক বিরল মুহূর্ত দেখা গেছে। এই সিরিজে খেলছিল নেদারল্যান্ডস, নেপাল ও স্বাগতিক স্কটল্যান্ড। গতকাল সোমবার গ্লাসগোতে বিরল রেকর্ডটি হয়েছে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার ম্যাচে। যেখানে দেখা গেছে, তিন সুপার ওভারের রোমাঞ্চকর লড়াই। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। শেষ পর্যন্ত এই নাটকীয় লড়াইয়ে জয়ী হয় নেদারল্যান্ডস।
ম্যাচের মূল ইনিংসে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ১৫২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১৬ রান। কিন্তু শেষ অভারে ১৫ রান তুলতে পারে নেপাল। ফলে দু’দলের স্কোর হয়ে যায় সমান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে নেপালের কুশল ভুর্তেল ড্যানিয়েল ডোরামের বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৯ রান তোলেন। জবাবে নেদারল্যান্ডসের মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড ১৯ রান তুলে আবারও স্কোর সমান করলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। লেভিট প্রথম বলেই ছক্কা হাঁকান এবং ও’ডাউড শেষ দুই বলে ছয় ও চার মেরে সমতা ফেরান।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস ১৭ রান সংগ্রহ করে। এই ওভারে নেপালের বোলার লালিত রাজবংশী প্রথম তিন বলে দুটি ছক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান। জবাবে নেপালের রোহিত পৌডেল প্রথম বলেই ছক্কা হাঁকান এবং দীপেন্দ্র সিং এয়ারি চার মারেন। শেষ বলে ৭ রান দরকার ছিল, এয়ারি বিশাল ছক্কা মেরে ম্যাচকে তৃতীয় সুপার ওভারে নিয়ে যান!
তৃতীয় সুপার ওভারে নেদারল্যান্ডসের অফস্পিনার জ্যাক লায়ন-ক্যাশে বল হাতে নিয়ে চমক দেখান। প্রথম দুই বলেই তিনি নেপালের রোহিত পৌডেল ও অভিষিক্ত রুপেশ সিংয়ের উইকেট তুলে নেন। এই ওভারে নেপাল কোনো রানই করতে পারেনি। ফলে নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। জবাবে নেদারল্যান্ডসের মাইকেল লেভিট সন্দীপ লামিছানের প্রথম বলেই লং অন দিয়ে বিশাল ছক্কা মেরে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন।