বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ জুন ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপার থেকে আরও ২০ জনকে পুশইন বিএসএফের


BSF And BGB

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৮ জুন) ভোর ৫টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/ -১ এস দিয়ে ২০ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠায় বিএসএফ৷ পুশইন করা নাগরিকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ শিশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন সূত্র জানায়, পুশইন হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি কুড়িগ্রামে। বর্তমানে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু৷
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে আট জনকে পুশইন করেছে বিএসএফ।