আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে আজ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনের সিইসি কক্ষে এ সভা হবে।
গতকাল বুধবার ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে প্রথমত, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুনভাবে প্রণীত আচরণ বিধিমালা ২০২৫; দ্বিতীয়ত, জাতীয় সংসদের আসন পুনর্র্নির্ধারণ বা সীমানা নির্ধারণ-সংক্রান্ত প্রস্তাব; তৃতীয়ত, অন্যান্য নির্বাচনসংশ্লিষ্ট বিষয়াবলি।
সীমানা পুনর্র্নির্ধারণ নিয়ে ইতিমধ্যে কমিশনে জমা পড়েছে ৬০৭টি আবেদন, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এর মধ্যে ৭৫টি আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের আবেদন জমা পড়েছে।
তিনি আরও জানান, সীমানা নির্ধারণে প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থা, অঞ্চলভিত্তিক স্ট্যাটাস, জনসংখ্যা, ভোটারের সংখ্যা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হবে।