
গোলের পর উদযাপনে মাতলেন ইগর জেসুস/ফিফা
আজ শুক্রবার (২০ জুন) সকালে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ইগর জেসুস।
পিএসজি যেন রীতিমতো উড়ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে একপেশে ফাইনাল, তারপর ক্লাব বিশ্বকাপে এসে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া… সব মিলিয়ে দলটা বেশ ভালো সময়ই কাটাচ্ছিল। তবে সেই পিএসজিকে এবার মাটিতে নামিয়ে আনল ব্রাজিলের দল বোতাফোগো।
এই জয়ে বোতাফোগো ইতিহাসই গড়ে ফেলেছে বটে। শেষ ১৩ বছরে ইউরোপের কোনো দলকেই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার কোনো দল। সে খরাটা আজ কাটাল ব্রাজিলের এই দলটা।
ম্যাচে অবশ্য সব দিক থেকেই আধিপত্য ছিল পিএসজির। বলের দখল থেকে শুরু করে পাস, শট, সবকিছুই বেশি ছিল পিএসজির। তবে সবচেয়ে মূল্যবান জায়গাতেই আধিপত্য দেখিয়েছে বোতাফোগো, লক্ষ্যে শট ছিল তাদের বেশি। ৪টা শট করেছে লক্ষ্যে, তারই একটা চলে গেছে জালে।
সে গোলটা এসেছে ম্যাচের ৩৬ মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো সাভারিনোর পাস থেকে বল চলে যায় ইগর জেসুসের পায়ে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে তিনি বেরিয়ে যান। এরপরও গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে বোকা বানিয়ে বল জড়ান পিএসজির জালে।
এরপর থেকে পিএসজি একের পর এক আক্রমণ শানিয়েছে সে গোল শোধ করার। তবে সেসব চেষ্টা আর আলোর মুখ দেখেনি। ফলে পিএসজি হার নিয়ে মাঠ ছাড়ে।
২০১২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে করিন্থিয়ান্স হারিয়েছিল চেলসিকে। এরপর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে আর দক্ষিণ আমেরিকান কোনো দলই ইউরোপের দলগুলোকে হারাতে পারেনি। সে ধারা ইতি টানল আজ বোতাফোগো।