শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৩ জুন ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার


monirul-maulaইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মহাজোট সরকারের আমলে ইসলামী ব্যাংক তৎকালীন সরকার প্রভাব খাটিয়ে কবজা করে। ব্যাংকটির জোড় করে পরিচালনা পরিষদ পরিবর্তন করে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেন। এ সময় ব্যাংকটি থেকে ভুয়া কোম্পানি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম গ্রুপ ও তার চক্র। এই লুটপাটে মনিরুল প্রত্যক্ষ- পরোক্ষ ভূমিকা পালন করেছে বলে দুদকের মামলায় উঠে এসেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পতনের পর এস আলম সিঙ্গাপুর পালিয়ে যায়। এস আলম গ্রুপের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগে একাধিক মামলা হয়েছে।