সোমবার । জুলাই ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৩ জুন ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

মিশরে ৫ বাংলাদেশি শিক্ষার্থী গ্রেফতার


misaraমিশরে হুন্ডি ব্যবসার অভিযোগে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রাজধানীর কায়রোর তাব্বা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে গ্রেপ্তারের তথ্য জানানো হয়, যদিও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক মিশরীয় নারীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে এক বিদেশিকে মুক্ত করে এবং চার বাংলাদেশিকে আটক করে। তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, ভিকটিমের সঙ্গে গ্রেপ্তার শিক্ষার্থীদের অবৈধ ডলারের লেনদেন ছিল। তাদের দাবি, ভিকটিম বড় অঙ্কের টাকা আত্মসাৎ করায় তাকে জিম্মি করে তা আদায়ের চেষ্টা চালান । পরে ভিকটিমের মিশরীয় বান্ধবী পুলিশের সহায়তা চাইলে তাকে উদ্ধার করা হয়। অননুমোদিত আর্থিক লেনদেন জড়িত থাকার অপরাধে তথ্যভিকটিমও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, বাংলাদেশি শিক্ষার্থী নাহিদ হাসান ব্যবসার কথা বলে গ্রেপ্তার চার শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছিলেন। টাকা আদায়ের জন্য তাকে বাসায় আটকে রাখা হয়, অপহরণ করা হয়নি।

বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটি সংগঠকদের কয়েকজনের অভিযোগ, কিছু শিক্ষার্থী পরিচয়ধারী ব্যক্তি মিশরে এসে হুন্ডি, সোনা ও অবৈধ পণ্যের ব্যবসায় জড়াচ্ছেন। সামাজিক মাধ্যমে “কায়রো টু ঢাকা ফ্রি টিকিট” অফারের আড়ালে অনেককেই পাচারের ফাঁদে ফেলা হচ্ছে।

তারা বলেন, মিশরে বৈধ উপায়ে টাকা পাঠানোর ব্যবস্থা না থাকায় হুন্ডি রোধ করা যাচ্ছে না। এজন্য বাংলাদেশ সরকারের প্রতি একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার আহ্বান জানান শিক্ষার্থীরা।