ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। মঙ্গলবার (০১ জুলাই) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
গত সপ্তাহের বুধবারে রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রোববার করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার রাতে দুবাই হয়ে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়। পরে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এদিকে, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন।
উল্লেখ্য, ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।