বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১০ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার

মেসির রেকর্ড গড়া রাতে জয় পেল মায়ামি


ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে আবারও গোল উৎসবে মেতে উঠেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন তারকা এবার গড়েছেন অনন্য এক রেকর্ড।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন ৩৮ বছর বয়সী মেসি। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে করেছেন একাধিক গোল—সেই সঙ্গে এই চার ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৮-এ।

মেসির গোলের ধারাবাহিকতা শুরু হয় মে মাসের শেষে মন্ট্রিয়ালের বিপক্ষে। এরপর কলম্বাস ও ফের মন্ট্রিয়াল ম্যাচেও জোড়া গোল। ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে নিউ ইংল্যান্ডের বিপক্ষেও তার জাদু অব্যাহত থাকে।

জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে প্রথম গোলটি করেন মেসি। এরপর ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের লং পাস থেকে তার বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠান ইন্টার মায়ামির অধিনায়ক।

ম্যাচে মায়ামির জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক অস্কার উস্তারি, যিনি ছয়টি সেভ করেন। যদিও ৭৯ মিনিটে নিউ ইংল্যান্ডের কার্লেস গিল ব্যবধান কমান।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ইন্টার মায়ামি। তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট, শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে মাত্র ৭ পয়েন্ট কম, যদিও মায়ামি তিনটি ম্যাচ কম খেলেছে।

চলতি এমএলএস মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন, অথচ সারিজ খেলেছেন ছয়টি ম্যাচ বেশি।