বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ জুলাই ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার

অতি দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি ফখরুলের


'আওয়ামী লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে'

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংস কিছু ঘটনার দ্রুত তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে এই দাবি জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীকে বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, “বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। যাঁরা ত্যাগ স্বীকার করছেন, তাঁদের বলব—আরও কিছুদিন ধৈর্য ধরুন। কোনোভাবেই যেন কেউ উসকানিতে না জড়ায় বা অন্যায় কাজে না জড়ায়।”

দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আন্তরিকভাবে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হোক। কারণ, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রের প্রথম ধাপই হলো নির্বাচন। দেশে নির্বাচনের অনুপস্থিতিতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, খুন বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে—কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “গণতন্ত্রপ্রেমী সব দল ও মানুষকে নিয়ে আমরা নিশ্চয়ই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।”

ছাত্রদলের আত্মত্যাগকারী শহীদদের স্মরণে একটি প্রামাণ্য পুস্তক তৈরির আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব শহীদদের যথাযথ সম্মান দেওয়া হবে।”

জুলাই-আগস্ট মাসে নিহত ও আহত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বক্তব্য দেন।