বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ জুলাই ২০২৫, ১:৩১ অপরাহ্ন
শেয়ার

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা


নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে

নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। রাউন্ড রবিন লিগভিত্তিক এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। ফলে আজকের ম্যাচ থেকে কার্যত শুরু হচ্ছে শিরোপার লড়াই।

শিরোপা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে। অন্যদিকে নেপালও পিছিয়ে নেই। ভুটানকে ৬-১ গোলে হারিয়ে তারাও আত্মবিশ্বাসে ভরপুর। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল।

এদিকে সন্ধ্যার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দিনের প্রথম খেলায় বিকেল ৩টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।