বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ


shamimপ্রথম ম্যাচের হার ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-২০তে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রবিবার ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের বোলিং তোপে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক—মাত্র ৭ রানেই দুই ওপেনার পারভেজ ইমন (০) ও তানজিদ তামিম (৫) ফিরে যান সাজঘরে। তবে সেই চাপ সামলে দলকে উদ্ধার করেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজনের ৬৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হৃদয় করেন ২৫ বলে ৩১ রান।

অফফর্মে থাকা লিটন এদিন ফিরলেন চেনা ছন্দে—শুধু ফিরলেন না, দলকে এগিয়ে নিয়ে গেলেন সামনে। ৫০ বলের ইনিংসে ৭৬ রান করেন তিনি, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও একটি চার। এরপর শামীম হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে করেন ৪৮ রান (৫ ছক্কা ও ২ চার)। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে চ্যালেঞ্জিং ১৭৭ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। কুশল মেন্ডিস (৮) রান আউট হন, এরপর একে একে ফিরে যান কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫)। শরিফুল ইসলামের জোড়া আঘাতে একপ্রকার ম্যাচের রাশ নিজেদের করে নেয় বাংলাদেশ।

লঙ্কানদের শেষ ভরসা ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে তাকে ২৯ বলে ৩২ রানে থামিয়ে দেন রিশাদ হোসেন। এরপর দাসুন শানাকা ২০ রান করেই ফিরে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ৯৪ রানেই অলআউট হয়ে যায় তারা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন রিশাদ হোসেন—৩.২ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শরিফুল ইসলামও ছিলেন অনবদ্য, ৩ ওভারে মাত্র ১২ রানে নেন ২ উইকেট। সাইফউদ্দিন ২ উইকেট নেন ২১ রান দিয়ে। একটি করে উইকেট পান মুস্তাফিজ ও মিরাজ।

১৬ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঐ ম্যাচেই নির্ধারিত হবে কার ঘরে উঠবে সিরিজের শিরোপা।