Search
Close this search box.
Search
Close this search box.

সিরিয়া থেকে ইসরাইল অধিকৃত গোলানে রকেট হামলা

সিরিয়া থেকে ইসরাইল অধিকৃত গোলান মালভ’মিতে রোববার পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া থেকে অন্তত পাঁচটি রকেট গোলান মালভূমির বিভিন্ন স্থানে ছোঁড়া হয়েছে।

imagesএকজন সেনা মুখপাত্র জানান, কারা রকেটগুলো নিক্ষেপ করেছে তা জানা যায়নি। ইসর্ইালি সেনাবাহিনীও পাল্টা কোন হামলা চালায়নি। এতে হতাহতেরও কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান। গতমাসে সিরিয়া থেকে চালানো রকেট হামলার জবাবে ইসরাইল সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে। এছাড়া জুন মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় একজন ইসরাইলি কিশোর নিহতের পর ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার সামরিক সদরদপ্তর ও বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।

chardike-ad

এদিকে শনিবার লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি কিংবা কেউ হতাহতও হয়নি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরাইল সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরের ধেইরা থেকে এ হামলা চালানো হয়। এরপর ওই সীমান্ত এলাকায় ইসরাইলি হেলিকপ্টার উড়তে দেখা গেছে।