দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৫জন নিহত এবং ৪জন নিখোঁজ রয়েছে।  কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং ছাংউওনের অনেক রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বন্যায় এসব এলাকায় প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বুসান সাবওয়ে’র ১৪টি স্টেশন বন্ধ করে রাখা হয়েছে। তবে সরকারী উদ্ধারকারী বাহিনী এবং পুলিশ জীবনযাত্রা স্বাভাবিক রাখার সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

140825_2p01_flashঅতিরিক্ত বর্ষণের ফলে বুসানে চারজন এবং ছাংউওনে একজনের মৃত্যু হয়। পুলিশ জানায় ছাংউওনে একটি বাস পানিতে আটকা পড়লে উদ্ধারবাহিনী যাত্রীদের উদ্ধার করলেও একজন নারী উদ্ধারের আগেই মারা যান।

chardike-ad

বুসানে দুইজন নারী কারে আটকা পড়লে উদ্ধারকারীরা হাসপাতালে নিয়ে গেলেও তাদের একজনকেও বাঁচানো যায়নি।

অতিরিক্ত বৃষ্টিতে কোরিয়ায় প্রথমবারের মত বন্ধ রাখা হয়েছে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। গুরি২ পাওয়ার প্ল্যান্টটি গতকাল বিকাল ৩টা ৫৪ মিনিটে বন্ধ করে দেওয়া হয়।