Search
Close this search box.
Search
Close this search box.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের অনলাইনে প্রবেশপত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্র সংগ্রহ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit) থেকে জানা যাবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
national_140031বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো পরীক্ষার্থী অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম এ ব্যবস্থা প্রবর্তন করা হলো।
এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের ভোগান্তি আর হবে না। দূর-দূরান্তের কলেজ কর্তৃপক্ষকেও আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। এর ফলে সময় ও অর্থের অপচয় রোধ হবে। এ পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের অংশ।