রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৯ জুলাই ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

উগান্ডায় তিন দিনের উৎসবে বিয়ে উদযাপন করলেন মামদানি



নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সম্প্রতি তার বিয়ের অনুষ্ঠান উদযাপন করেছেন উগান্ডায় তার পারিবারিক বাড়িতে আয়োজিত তিন দিনের এক রাজকীয় অনুষ্ঠানে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালার উপকণ্ঠে ধনীদের এলাকায় মামদানি পরিবারের ব্যক্তিগত এই বিলাসবহুল বাড়িতে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য উৎসব। যেখানে বহু অতিথি সমবেত হন জোহরান মামদানি (৩৩) ও রামা দুয়াজি (২৭)-এর বিবাহ পর্ব উদযাপন করতে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দুবাইয়ে তাদের এনগেজমেন্ট এবং বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নিউইয়র্ক সিটিতে তারা সিভিল ম্যারেজও সম্পন্ন করেন।

দুবাই ও নিউইয়র্ক সিটির আনুষ্ঠানিকতার পর, মামদানিরা জন্মভূমি উগান্ডায় আয়োজন করেন তিন দিনের বিশাল আয়োজন। জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং মাত্র সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান। ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

জোহরান হলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও উগান্ডার বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র। রোববার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জোহরান জানান, নিজের বিয়ের আনন্দ ভাগাভাগি করতে তিনি উগান্ডায় অবস্থান করছেন।

বিয়ের এই আয়োজনে অংশ নিতে অতিথিরা এসেছিলেন মামদানি পরিবারের অভিজাত প্রাসাদতুল্য এস্টেটে, যা অবস্থান করছে বুজিগা হিল এলাকায়— যেখানে বসবাস করেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি, যেমন বিলিয়নিয়ার ব্যবসায়ী গডফ্রে কিরুমিরা।

দুই একর জমির ওপর গড়ে ওঠা এই এস্টেটে রয়েছে লেক ভিক্টোরিয়ার মনোরম দৃশ্য, সবুজ বাগানঘেরা বাড়ি এবং অন্তত তিন স্তরের নিরাপত্তা ফটক। এমন জমকালো আয়োজনে শুধু বিয়েই নয়, মামদানি পরিবারের সামাজিক মর্যাদারও ঝলক দেখেছে উগান্ডার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন।